বৌর বিলাপ
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
জামানা কি উল্টে গেছেমন্দটা আগে চলে ভালটা পাছে ?
ও পাড়ার কছিমুদ্দি
শোনে কেবল বৌর বুদ্ধি
বৌ ডেকে কয়
আমার দিকে ফিরে চাও
তারাতারি হাটে যাও
স্নে পাউডার লিপিস্টিক
আইনো কিন্তু ঠিক ঠিক
নারকেল তেল পান সুপারী
ফুরাইয়া গেছে আন তারাতারি
আমি কিন্তু যাব বাপের বাড়ি
বাপ মা আমার জানের বড়ি
তোমার বাপ আর মাও
দুইটা মুগুর পিঠা খাও
সদায় আমার ভুল ধরে
ঘরে বইসা কেচ কেচ করে
তোমার বোন আঞ্জুমান
ও একটা মস্ত শয়তান
আমারে দেয় কাজের খোটা
শুনে জ্বলে কলজের বোঁটা
মনে হয় শিল দিয়া ছেচি
পেঁচা মুখি রাঢ়ি বুচি
আমার আইছে মরন
সব কথা থাকে না তোমার স্বরণ
এবার ঈদে চাই টাঙ্গাইলের শাড়ি
পিন্দা যাব বাপের বাড়ি
কাল যাব সিনেমাতে
ছোট দেওড়া যাবে সাথে
ওগো আমার প্রানের স্বামী
কথাগুলো কইলাম আমি
মনে যেন স্বরণ থাকে
কইও না কিন্তু যাকে তাকে।
১০/০৯/০৫ইং