বাংলাদেশটা বাবার তালুক
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
আয় ছেলেরা আয় মেয়েরাফুল তুলিতে যাই
বাংলাদেশটা বাবার তালুক
লুইটা পুইটা খাই।
বাবার দেশে ইলেকশনে
ভোট চুরিতে জুত
বাঘা সিদ্দিকী মুক্তিযোদ্ধা
বানাই দিলাম ভূত।
আমার বাজার জাতির বাজান
আমি তার কন্যা
হরতাল বলে ডাকলে কিছু
বহাব রক্তের বন্যা।
পুলিশ আছে, ক্যাডার আছে
আছে গ্যাসের গুলি
নামলে মাঠে খবর আছে
উড়িয়ে দেব খুলি।
বারত মদের কাকাদাদা
আমরা তাবেদার
তাদের দয়ায় পাইছি গদি
গুন গাইব তার।
আয় ছেলেরা আয় মেয়েরা
দেরি নহে আয়
বাংলাদেশকে ভারত করব
সময় বয়ে যায়।
০৬/১২/১৯৯৯ইং