সুখ সুখ করি কেদনা
মোঃ নূরুল ইসলাম মাস্টার
পালা দিয়ে কেবল হাতুড়িই পিটাচ্ছে আমার মস্তিঙ্কেদশটা নয় পাঁচটা নয়
অযুত নিখর্ব মিলিয়ন বিলিয়ন আরও বেশি আরও বেশি
আমি গুনতেই ভয় পাচ্ছি
ক্যামন অসংলগ্ন, দুঃসহ যন্ত্রনা
পালা দিয়ে পিটাচ্ছে আমার মস্তিঙ্কে
সখ্যাত সলিল পতিত না হলে
কেউ আলাকে ডাকে না
তেমনি প্রানেরা হয়ে ওঠে দুর্বল
চোখ বুজে মুখ বুজে কেবল সহ্য করতে পারি না
কুড়ে কুড়ে খাচ্ছে সুখ গুলো
তবুও বসন্তের কোকিল একবারও ডাকেনা
আমার মস্তিঙ্কে চিৎকার করে বলতে চায়
সুখ তুমি কার ?