Shuk Shuk Kori Bedona || সুখ সুখ করি কেদনা


সুখ সুখ করি কেদনা

মোঃ নূরুল ইসলাম মাস্টার

পাল­া দিয়ে কেবল হাতুড়িই পিটাচ্ছে আমার মস্তিঙ্কে
দশটা নয় পাঁচটা নয়
অযুত নিখর্ব মিলিয়ন বিলিয়ন আরও বেশি আরও বেশি
আমি গুনতেই ভয় পাচ্ছি
ক্যামন অসংলগ্ন, দুঃসহ যন্ত্রনা
পাল­া দিয়ে পিটাচ্ছে আমার মস্তিঙ্কে
সখ্যাত সলিল পতিত না হলে
কেউ আল­াকে ডাকে না
তেমনি প্রানেরা হয়ে ওঠে দুর্বল
চোখ বুজে মুখ বুজে কেবল সহ্য করতে পারি না
কুড়ে কুড়ে খাচ্ছে সুখ গুলো
তবুও বসন্তের কোকিল একবারও ডাকেনা
আমার মস্তিঙ্কে চিৎকার করে বলতে চায়
সুখ তুমি কার ?

Post a Comment

Previous Post Next Post

Contact Form