আপা মনির হাঁপানী আমরাও ওষুদ দিতে জানি
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
তিলক পড়া আপা মনিকেমন লাগছে কত শুনি ?
আজ কাল হরতাল
তাতেই তুমি হইছ বেতাল।
রোজার মধ্যে হরতাল দিলে
কোন তোমার কইলজা জ্বলে
ফতোয়া দেও কাফের বলে
তুমিও ৬ দিন দিয়ে ছিলে
তিলক পড়লে হয়না কাফের
হরতাল দিলে কাফের হয়
নিজের বেলায় সবই জায়েজ
এটা কোন হাদিসে কয় ?
মুখ্য মন্ত্রী হতে চাও
বাংলা ছাইরা ভারত যাও
না হয় দেশ নেত্রীর পথ ধর
গদি ছাইড়া নাইমা পড়
আগে দাও ইলেকশন
এটাই চায় জনগন।
০৭/১১/১৯৯৯ইং