জিয়া
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
স্বাধীনতার ঘোষক জিয়ামুক্তিযুদ্ধের নায়ক
প্রথম বাংলাদেশ আমার
শেষ বাংলার গায়ক
কল কারখানায় ক্ষেত খামারে
উৎপাদনের ঢেউ
তাহার আগে এমন করে
জানত না আর কেউ
কলে দেকেছি শ্রমিক রূপে
ক্ষেতে খামারে চাষা
শিক্ষা ক্ষেত্রে উদার হৃদয়
মূক বধিরের ভাষা
বহু দলের মিলন মেলা
গণতন্ত্রের পুত্র
নূতন বাংলা গড়ব মোরা
দিলে জুড়ে সূত্র
গায়ে গায়ে স্কুল গঢ়ে
চলল গণ শিক্ষা
মূর্খ আর রইব না কেউ
দিলে যাহার দিক্ষা
খাল কাট পানি সেচ
বাড়াও দেশে উৎপাদন
খাদ্যে স্বয়ং পূর্ণ হও
হঠাও ক্ষুধার কাঁদন
সার্ক গড়ে বহিঃবিশ্বে
বাংলাদেশকে ফুটালে
অধীন হয়ে রইব না কেউ
সংর্কীর্ণ গুটালে
আজকে তোমায় মনে পড়ে
বুকে বাজে ব্যথা ভার
মূর্ত হয়ে ফিরে এসো
ঝলসে উঠ আরেকবার।।
প্রথম বাংলাদেশ আমার
শেষ বাংলার গায়ক
কল কারখানায় ক্ষেত খামারে
উৎপাদনের ঢেউ
তাহার আগে এমন করে
জানত না আর কেউ
কলে দেকেছি শ্রমিক রূপে
ক্ষেতে খামারে চাষা
শিক্ষা ক্ষেত্রে উদার হৃদয়
মূক বধিরের ভাষা
বহু দলের মিলন মেলা
গণতন্ত্রের পুত্র
নূতন বাংলা গড়ব মোরা
দিলে জুড়ে সূত্র
গায়ে গায়ে স্কুল গঢ়ে
চলল গণ শিক্ষা
মূর্খ আর রইব না কেউ
দিলে যাহার দিক্ষা
খাল কাট পানি সেচ
বাড়াও দেশে উৎপাদন
খাদ্যে স্বয়ং পূর্ণ হও
হঠাও ক্ষুধার কাঁদন
সার্ক গড়ে বহিঃবিশ্বে
বাংলাদেশকে ফুটালে
অধীন হয়ে রইব না কেউ
সংর্কীর্ণ গুটালে
আজকে তোমায় মনে পড়ে
বুকে বাজে ব্যথা ভার
মূর্ত হয়ে ফিরে এসো
ঝলসে উঠ আরেকবার।।
০৯/১২/২০০৯ইং