K Sunbe || কে শুনবে

কে শুনবে

মোঃ নূরুল ইসলাম মাষ্টার

ওরা মাথা ফাটাল
কি আমার আপরাধ
কিছুই বুঝতে পারিনি
শুধু এতটুকু শুনেছি
ওদিন হরতাল বিরোধী মিছিল ছিল
আমি যান জট আর মিছিলের চাপে
দিশে হারা হয়ে এলোমেলো
পথ খুঁজছিলাম
মিছিল হতে একজন বল­ল
ধর শালাকে
ঐ তো সেদিন বোমা ফাটিয়েছি
আমাদের মিছিল লক্ষ করে
আজও ফাটাবে ঐ তো ওর পলিথিনের ব্যাগে
বোমা আছে অগুনতি
রাস্তার পাশে পড়ে ছিলাম
আলু পেয়াজ লবন মরিচ
সব
একবার দেখেছিলাম সব ছড়িয়ে
মাড়িয়ে পাড়িয়ে লেপ্টে দিয়েছে
কাঁদলাম জ্ঞান হারালাম
পরে দেখলাম হাসপাতালে
কোন এই দূর্ভোগ
আমি জনগনের একজন
খেটে খাই পরিবার চালাই
তোমার মনে চায় তাই কর
আমি শুধু কাজ চাই
আর বদ্ধকর এই অনাসৃষ্টি।

শেয়াল যদি খেয়াল গায়
খোকা গাবে কি
মশা যদি শশা কায়
খোকা খাবে কি
কুকুর যদি মুগুর বাজে
খোকা বাজবে কি
দোয়েল যদি কয়েল জ্বালায়
খোকা জ্বালাবে কি
হাতির যদি ছাতি লাগে
খোকার লাগবে কি
মনি যদি ননি খায়
কোকা খাবে ঘি

ফেরেনা কোন দিন
এ ব্যথা এ দুঃখ সইব কেমন করে
যার কাছে সবাংশে ঋণী আর নেই আমার বাড়ী এসে না পেয়ে না খেয়ে জান্নাতবাসী হল
ওহ! বুক ভেঙ্গে যাচ্ছে
চোখে আষাড়ের বাদল নেমে আসছে
মাথা গুলিয়ে যাচ্ছে
কেন এমন হল-কেন-কেন-
অজস্র প্রশ্ন করি উত্তর নেই, কেউ সারা দেয় না।
অথচ তাকে ফেরানো সহজ ছিল
আমি জানতে পারলে শত কাজের মাঝে তাকে নিয়ে আসতাম এই শহরে
চিকিৎসা দিতাম যত টাকা লাগে।
কিন্তু না আজ বৃথা আহাজারী
দাদু তোমার সাথে আমার কোন
রক্তের সম্পর্ক ছিল না। ভিন্ন শহরবাসী-সুদুর, দিনাজপুরের
তেতুলীয়র সম্ভ্রান্ত পরিবারের

 

১২/১১/১৯৯৯ইং

Post a Comment

Previous Post Next Post

Contact Form