Amader Choto Nodi || আমাদের ছোট নদী

আমাদের ছোট নদী

মোঃ নূরুল ইসলাম মাষ্টার

আমাদের পদ্মা নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার তলা ফাটা থাকে
পাড় হয়ে যায় গরু পাড় হয় গাড়ি
তাবেদার আওয়ামী লীগ ইন্ডিয়ায় বাড়ি
চিক চিক করে বালি কোথাও নাই কাদা
জ্যোতি বাবু বাজপেয়ী এসো মোর দাদা
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক
এটাই হবে করিডোরের ট্রানজিটের ফাঁক
সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচলে ছাকিয়া তারা বিএনপি ধরে
আমাদের পদ্মা নদীর উজানেতে বাঁধ
বাংলাদেশের মরুভূমি মরনের ফাঁদ
আওয়ামীলীগ সুশাসনের বাজাও ভাঙ্গা ঢোল
দুঃখ ভুলে প্রাণ খুলে বল-আল্লাহ হরিবল
 
 
১২/১২/১৯৯৯ইং

Post a Comment

Previous Post Next Post

Contact Form