Belaton Bibi Jalatoni Kissia || বেলাতন বিবি জালাতনী কেচ্ছা

বেলাতন বিবি জালাতনী কেচ্ছা

মোঃ নূরুল ইসলাম মাস্টার

কলি কলি ঘোর কলি/তাহলে খুলেই বলি
সেই কথাটা খুলেই বলি
জামানাটা উল্টে গেছে
ভাবে তাই মনে হয়
বাপেরে কয় বুড়ার বেটা
শশ্বুরে আব্বা কয়।
মারে কয় বুড়ার বেটি
শাশুরিকে আম্মাজান
বাপ মা তার গুদাম ভাড়া
বৌ-ই তার জানের জান।
শ্বশুর শাশুরী বাড়ি আইলে
খাওন দাওনের অভাব নাই
বাপ মার জন্য বরাদ্দ রাখে
পান্তা ভাত আর আটার যাই
শালা শালি বায়না ধরলে
তখন সাজে হাতেম তাই
ভাই বোনেরা কিছূ চাইলে
মারব থাপ্পর পয়সা নাই।
ও পাড়ার কছিমুদ্দি
শোনে কেবল বৌয়ের বুদ্ধি
বৌ তারে ডাইকা কয়
আমার দিকে ফিরা চাও
তারা তারি হাটে যাও
চুন চুনি পাওডারি
নারকেল তেল পান সুপারি
ফুরায়ে গেছে এখন জানে মরি।
তোমার বাপ মার জ্বালা
অন্তর হইছে কালা কালা
ও দুটার ঘারটা ধরে
বাড়ির দেও বার করে
ঘরে বসে ক্যার ক্যার করে
সদায় আমার ভুল ধরে
তোমার বোন ননদ খান
ও মাগি মস্ত শয়তান।

Post a Comment

Previous Post Next Post

Contact Form