বিলে
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
গায়ের পাশে বিলের জলে
শাপলা শালুক ভাসে
রাঁতে চাঁদের আলো পেয়ে হাসে
ঝাউ গাছের মধুর করা ডালে
মাছরাঙ্গা বসে ঠাঁয়
নীচে পানিতে তাকায়
তারপর ধরে নিয়ে আসে
খলসে পুটির ছানা
কেউ করেনা মানা
শুধু ঢেয়ের পর ঢেউ
তীরে মিলায়
পাখি আবার তাকায়।
অই নীল জলের কোলে
শিশুরা মিলে কোলাহলে
কদুনীর ভেলা ভাসায়
অনেক দূরে চলে যায়
আমিও যাই ভেসে যাই
মন পবনের নায়।
শাপলা শালুক ভাসে
রাঁতে চাঁদের আলো পেয়ে হাসে
ঝাউ গাছের মধুর করা ডালে
মাছরাঙ্গা বসে ঠাঁয়
নীচে পানিতে তাকায়
তারপর ধরে নিয়ে আসে
খলসে পুটির ছানা
কেউ করেনা মানা
শুধু ঢেয়ের পর ঢেউ
তীরে মিলায়
পাখি আবার তাকায়।
অই নীল জলের কোলে
শিশুরা মিলে কোলাহলে
কদুনীর ভেলা ভাসায়
অনেক দূরে চলে যায়
আমিও যাই ভেসে যাই
মন পবনের নায়।