বৃষ্টির ছড়া
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
(১)
বৃষ্টি ঝরে র্ঝ র্ঝমেঘ ডাকে কড়্ কড়্
বায়ু বহে ছড়্ ছড়্
গাছের মাথা নড়্ চড়্
কালো মেঘে আকাশ নিল ছেয়ে
পথে ঘাটে শোক নেই
বের হলে ভিজে সেই
মাছ ধরতে যাবে যেই
ছোট খাট ভেলাতেই
একা একা এপাড় ওপাড় যেতে হবে বেয়ে
ছল ছল ঝর্ণ দল
ছুটে চলে কল কল
বাঁধা দেবার নেই বল
যবয়ে চলে অবিরল
ঝরছে তো ঝরছে বাঁধন হারা বৃষ্টি
বৃষ্টি বন্দি লোক জন
বিষে ওঠে দেহ মন
কি করবে এই ক্ষন
ভেবে ভেবে চন মন
সেঁত সেতে পেঁত পেতে ভিজে সারা সৃষ্টি।
তাং-২০/০৬/০৭ইং