হে গোল আলু ! শ্রী পাদ পদ্মে প্রণতি
মোঃ নূরুল ইসলাম মাস্টার
নমঃ নমঃ নমঃগোল আলু মম।
ভক্ষণ তিষ্টতি
গলধঃকরণ
ন-বিভক্তি
গোবিন্দ পুজায় নিষ্ঠারতি
হেরি যুগল মূরতি সমঃ
নমঃ নমঃ নমঃ
গোল আলু মম।
বাংলার সন্তান
অস্পৃস্য অসুচি
ফুরালো না কোনদিন
খাদ্য দূর্গতি
তুমি দিলে নব মন্ত্রণা
ঘুচে গেল খাদ্য যন্ত্রনা
জাগলো বাঙ্গালী অনুপমঃ
নমঃ নমঃ নমঃ
গোল আলু মম।
ইংলন্ডেরশ্বরীর ভোজন টেবিলে
তুমি একদিন উঠেছিলে
আজ বঙ্গেশ্বর বলে র্হ র্হ
গোল আলু অমৃত সমঃ
নমঃ নমঃ নমঃ
গোল আলু মম।
তুমি উদ্র্ িপড়া সোনার চাঁন
তোমাকে রুখে কোন সে হনুমান
তুমি বলিবে যাহা
নির্বাক্যে পালিব তাহা
যত হোক কঠিনতম
নমঃ নমঃ নমঃ
গোল আলু মম।
ডালভাতে বাঙ্গালী
সে কথা আজ ভুলালি
নিয়োনা অপরাধ মম
ভুল ত্র“টি ক্ষম প্রভু ক্ষম
নমঃ নমঃ নমঃ
গোল আলু মম।