Shadhenotar Parsho Proticria || স্বাধীনতার পার্শ প্রতিক্রিয়া

স্বাধীনতার পার্শ প্রতিক্রিয়া

মোঃ নূরুল ইসলাম মাষ্টার

তোমার আহবানে আমার নীরল প্রাণে ঢেউ খেলে যায়
শুস্ক মরু গাঙ্গে বান ডাকে
মরুময় প্রান্তরে শ্রাবনের ধারা ঝরে অবিরাম
আমাকে সরেস করে কুঞ্জ বিথিকায়
তোমার অধিষ্ঠান তুষ্টি পানে ধন্য হই
তোমার কি সম্মোহনী শক্তি আছে
তুমি কি জাদু জানো
বাস্তবে তাইতো মনে হয়
আমাকে রণ রঙ্গিণী সাজে সাজাও
অতন্ত্র প্রহরী রূপে অরিন্দম পোষাকে
হাতে দাও জাদুর কাঠি শত্র“ নিধনে
তখন দিক চক্রবালে অস্তিত্ব আমার
দূর হয়ে যায় কাপুরুষতা ভীরুতা
হৃদয়ে পাই অমিত তেজ হয়ে যাই বীরবাহু
কন্ঠে জাগে বজ্র ধ্বনী ভ্রমান্ড কাঁপানো
এলে যখন যেতে কি পারো স্বেচ্ছায়
তিষ্ট অনাদি অনন্তকাল তাই কামনা আমার
জান প্রাণ সব দেব, দেব সর্ব সুখ শুধু তোমার জন্যে
তুমি আমার আঁধার ঘরের মানিক
তুমি আমার শ্যামল সুন্দর জান্নাত
বিনিময় নহে কিছু কামনীয় আমার।

Post a Comment

Previous Post Next Post

Contact Form