ঝড়
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
ঝড় এলোএলো মেলো
আকাশ হল কালি
শন্ শন্
কন্ কন্
উড়িয়ে দুলি বালি
এলো ঝড়
কড়্ কড়্
গর্জন ঘন বাজে
সব চাষা
ফিরে বাসা
ইতি টানে কাজে
পশু পাখি
থাকি থাকি
ডাকে ভীতু ডাক
এথা ওথা
আছ যথা
মেঘের শোন হাক
ঠাটা দুম্
গুম গুম
বিজলি আগুন জ্বলে
গাছ পালা
আলা ঝালা
এদিক ওদিক দোলে
মেঘ ডাকে
ভেক ডাকে
আকাশ আর জমিনে
ঝড় ত্রাস
সর্বনাশ
আযান হাকে মোমিনে
সব বুঝি
সোজা সুজি
ধরা যাবে রসাতল
চোকিদার
হুশিয়ার
চুপরও কোলাহল।
Tags
Kobita