Anek Dame Kena Shadhenota || অনেক দামে কেনা সাধীনতা


অনেক দামে কেনা সাধীনতা

মোঃ নূরুল ইসলাম মাষ্টার

স্বাধীনতা তোমার মূল্য অনেক
আজ নতুন করে শোনাতে চাইনি সে কথা
দু’বার পেয়েছি তোমাকে
একবার পেলাম সভ্যতার ধ্বজাধারী
নোংরা ব্রিটিশের হাত থেকে
আরেকবার পাকি হায়েনার কাছ থেকে
শুধু পার্থক্য এই টুকু ওরা য়ুরোপীয় এরা এশিয়ো
শোষনের বেলায় ওরা এক ও অভিন্ন
ওদের জাত নেই শোষনের রং লাল
সাক্ষর আছে বিধ্বংসী যুদ্ধ
চেখে জল্ জল্ করে একাত্তরের পৈচাশিক ধ্বংসযজ্ঞ
তিরিশ লক্ষ ভাইয়ের রক্তে
দু লক্ষ বোনের ইজ্জতের দামে
পেয়েছি রক্তাক্ত তোমাকে
পুড়িয়েছ শহর বন্দর গ্রাম গঞ্জ জনপদ
হত্যা করেছো বুদ্ধিজীবী সোনার মানুষদের
আমাদেরকে চির মূর্খ করে রাখার মানসে
তা পারোনি মিথ্যা প্রমানিত অবিলাষ
বাংলা বীর ভোগ্যা বসুন্ধরা
আমরা বীরের জাত জান দেব
তবুও স্বাধীনতায় আপোষ নেই
জান দিয়েছি ইজ্জত দিয়েছি
পেয়েছি রক্ত মাখা স্বাধীনতা তোমাকে
তুমি বেঁচে থাকবে অনাদি অনন্তকাল।

Post a Comment

Previous Post Next Post

Contact Form