মে দিবসের কচড়া
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
তোমার দাবীর কাছে আমি পরাজিতপরাজিত ১৮৮৬ সাল থেকে
আমেরিকার হে শহরে তোমার আমার যেদিন যুদ্ধ হয়
তুমি মরেও বেঁচে আছ আমি জীবনমৃত
কি হারামখোরের দল নাম পর্যন্ত নেয় না
অথচ তুমি অমর অব্যয় অক্ষয়
যত যাবে দিন ততই উজ্বল হতে উজ্বলতর হবে তুমি
তুমি আছ তুমি থাকবে অনাদি অনন্তকাল
তোমাকে কেউ দমাতে পারবে না
তোমার পাওনা কড়ায় গন্ডায় মেটাতে হবে
কায়েম হবে শ্রমিক রাজ কৃষক রাজ
আমার হাড়ের উপর দূর্বাদলের নৃত্য যেদিন জলকেলি করবে
হাতুড়ি পেটাবে মেহনতি মানুষেরা পুরাতন ঋণে।