শতরূপা বাংলা
মোঃ নূরুল ইসলাম মাস্টার
বাংলার শত রূপ
দেখি আমি প্রাণভরে সারাটি বছর
চৈতে বহে দাবদাহ
বৈশাখে বয়ে যায়
মাতম করা ঝড়
বর্ষায় জলোচ্ছাস
ভাঙ্গে এপাড় ওপাড় নদী
ছলাৎ ছলাৎ জলরাশি
বহে নিরবধি
শরতে কাঁশফুল শুকনো বালুচরে
ছেঁড়া মেঘের আনাগোনা
নিঃসীম নীলাম্বরে
হেমন্তে ঝিলের জল ঝরায় রূপরাশি
রাতে শাপলা চাঁদের সঙ্গে করে হাসাহাসি
বিন্দু বিন্দু শিশির কণা দুর্বার ডগায়
ঝোপ ঝাড়ে বাঁধে ঘর বাগনী বগায়
শীতের হিমেল হাওয়ায় বিবর্ণ ধরণী
কেড়ে নেয় সবুজিয়া করে বিবর্ণ ধরণী
বসন্তে কোকিলের গান প্রাণ কেড়ে নেয়
নেশা কারা ফুলের গন্ধে প্রাণ ফিরে দেয়
কতরূপে সাজে বাংলা কহন না যায়
সুখভরা এমন দেশ নাহিক ধরায়
বার মাসে বার ফল ভাই
জ্যেষ্ঠ মাসে আম
বাড়ি আমার মুসলিম পাড়া
নূরু মাস্টার নাম।
ডুবন্ত শশীর কান্নাভেজা আর্তনাথ
নিঃসীমের ওপরে ওপাড় হতে দুঃসময় কাক
চপলা চকিত চাহুনি লজ্জায় মুখ ঢেকে
কেটে যায় বিচ্ছিরি সময়
প্রভাতের উদিত সূর্যের ঘষা আলো
গেয়ে যায় রাত জাগা ব্যার্থ গান
বিস্মরনের বন্ধুর পথে তিক্ত ভ্রমন
ক্লেদাক্ত মনে হয়
মগজে উনপঞ্চাশের বাযু প্রবাহমান
ব্যাঙ্গ করে জনান্তিঙ্কে নিস্ক্রান্ত হয়
সম্মুখে দাঁড়িয়ে কথা বলে
গড়ায়ু রাত্রির গাজীর পুঁথি
শুনিতে চাহিনা আর
একবুক সোনালী আশা
ভয়ানক ভাল লাগা পিপাসা মিটায়
বোন্মিং হয় দূরে বহুদূরে
হাসিতে মুক্তা ঝরে
চোখ ধাঁধাঁয় মন হাসায়
বুঝি শুভ দিন আসল আবার।
মরকের আকাশ
তোমার চোখে কি ছানি পড়েছে
হাতে পায়ে কি কুষ্ঠ রোগ বাসা বেঁধেছে
তা হলে নঈম উদ্দিন ভাল শল্য চিকিৎসক
Tags
Art & literature