রং নম্বর
মোঃ নূরুল ইসলাম মাস্টার
ও আলাহ্তোমার মোবাইল নম্বরটা প্লিজ
আমার নম্বরটা তোমার জান্নাতের গাছের পাতায় রক্ষিত আছে
তুমি বল আমি শুনি লিখে রাখি
তবে আমি কি দোষ করেছি ?
আমারটা শোন না কেন
আজকে তোমার মোবাইল নম্বরটা আমাকে দিতেই হবে
নইলে এই আমারটাই ছুড়ে মারবো কিন্তু
তখন দেখা যাবে বাঁচাধন কত ধানে কত চাল
মাইরি বলছি তোমার সঙ্গে সিক্রেট আলাপ আছে
বুশ প্রশাসন আজ অস্তমিত প্রায়
আড়ি পেতে কেউ শুনবে না
ভেরি গুড তুমি আসবে ?
তোমাকে বসাবার মত জায়গা কই
আমার হার্টে ! নো নো নো তা হয় না
সাটটেইলি নট ওখানে এতটুকু জায়গা নেই
তারচেয়ে ফেস টু ফেস আলাপ করাই ভাল
দেশের অবস্থা নট ছো গুড
ফারদার বলা ঠিক হবে না
এখনও ইমারজেন্সি বহাল তবিয়তে আছে
তুমি যা করেছো এবং করছো
সব জায়েজ করে নেব
ও---হ্যা প্লেইং ফিল্ড এর খবর কি ?
এত শর্ট টাইমে নির্বাচনে যাচ্ছি না
ইলেকটেড গর্ভমেন্ট আসুক তারপর একটা কিছূ করা যাবে
কী রং নম্বর ! তবে এতক্ষন আড়ি পেতে শুনলো কে ?
কে-কে ও লাইন কেটে গেল ধ্যাত।