শীত দারুন শীত
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
কিরে ভাই কলিমুদ্দী এমন অবস্থা কেনচাদর গায়ে জরসড় গ্যান্দা হচ্ছিস যেন ?
আরে ভাই ছলিমুদ্দী হাদে কি আর দড়
সর্বাঙ্গে ধরেছে জার শীত পড়েছে বড়।
দেখনা আমি প্যান্ট পড়েছি চাদর দিছি গায়
জারের কি আর সাধ্য আছে আমার নগল পায়
তোর মত ভাই প্যান্ট চাদর আমার যদি থাকত
তা হলে কি আর জারের কাঁপন আমার গায়ে লাগত।
প্যান্ট পড়তাম শক্ত করে চাদর দিতাম মুড়ি
ঢাকা শহর ঘুইরা দেখতাম বুকে দিয়া তুড়ি।